জেঁকে বসেছে কুয়াশা, গোপালগঞ্জে বিপর্যস্ত জনজীবন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০, ২০:১৯

গোপালগঞ্জ থেকে:

গোপালগঞ্জে হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশা পড়ায় জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন ঘন কুয়াশার কারনে শ্রমজীবী মানুষের খুব ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। গ্রাম এলাকায় ১০ হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না। শহরের রাস্তাঘাটেও একই অবস্থা।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বেলা ১টা বাজলে সূর্যের মুখ দেখা না যাওয়ায় হিমেল হাওয়ার সাথে কুয়াশার তীব্রতা বাড়ে। এতে ছিন্নমূল, আসহায় গরীব ও খেটে খাওয়া মানুষরা কাজে বের হতে পারেনি। কৃষকরা জমিনে নামতে পারেনি। তবে অনেকেই টুপি, মাফলার ও চাঁদর মুড়ি দিয়ে বাইরে বের হচ্ছেন। তাছাড়া মহাসড়কসহ বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

এদিকে, জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৯ ডিগ্রী রেকর্ড করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আগামী আরো চার দিন ঘন কুয়াশা থাকবে। এরপর কুয়াশা কমার সাথে তাপমাত্রা কমে আস্তে আস্তে শীতের তীব্রতা বাড়বে।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top