আমতলীতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম ব্যাহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১৮:১৪

বরগুনা থেকে:

বরগুনা জেলার আমতলী ও তালতলীতে কর্মরত স্বাস্থ্য সহকারি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক লাগাতার কর্মসূচি পালনে হাম-রুবেলার প্রায় দেড় মাস ব্যাপী টিকাদান কার্যক্রম প্রথমদিনের টিকা প্রদান বন্ধ রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায় ৫০ শয্যা বিশিষ্ট আমতলী ও ২০ বিশিষ্ট তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীর ২৬ নভেম্বর ২০২০ থেকে কর্মবিরতি অবস্থান করে আসছে। এতে দুই উপজেলার স্বাভাবিক টিকাদান কার্যক্রম ১৭ দিনের মতো বন্ধ রয়েছে।

আমতলী ও তালতলীতে উপজেলা টিকাদান কেন্দ্র সহ দুই উপজেলার ১৪ টি ইউনিয়নে ২৪০ টি অস্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে। এ সকল কেন্দ্রগুলোতে সপ্তাহে দুইদিন স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে শিশুদের টিকা দেওয়া হতো।

স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির কারণে শিশুদের টিকা দিতে না পেরে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন অভিভাবকরা। দূরদূরান্ত থেকে শিশুকে কোলে নিয়ে এসে ইপিআই সেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন শিশুরাও।

কয়েকজন অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, হাম-রুবেলার টিকা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শিশুদের টিকা দিতে না পারায় ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে। তারা এর সুষ্ঠু সমাধান চায়।

এছাড়াও বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন আমতলী শাখার সভাপতি আল মামুন আমাদেরকে জানান সুনির্দিষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top