চবি ছাত্রী নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার ৪ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ২১:১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার চার জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চার জনকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। চারজনকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।
কারাগারে যাওয়া চারজন হলেন- চবির ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু (২২) এবং হাটহাজারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নুর হোসেন শাওন (২২) ও দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা মাসুদ (২২)।
এর আগে, শনিবার (২৩ জুলাই) র্যাব-৭ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মো. আজিমসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় ছয়জন সম্পৃক্ত ছিলেন।
বিষয়: চবি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।