রেল স্টেশনে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার।
হিলি থেকে | প্রকাশিত: ১ আগষ্ট ২০২২, ০৫:৫৭
হিলি স্থলবন্দরকে আধুনিক বন্দর নগর এবং হিলি রেল স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতিসহ রেল স্টেশনের আধুনিকায়নের দাবিতে ৩১ জুলাই রোববার সকাল ১০টায় রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী জানান, দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর হিলি, আর এখান থেকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আহরণ করে থাকে।
হিলি চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪শ থেকে ৫শ লোক পাসপোর্টে ভারতে যাতায়াত করে থাকেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত হিলি রেল স্টেশন থাকলেও পাসপোর্ট যাত্রী, ব্যবসায়ী ও এলাকাবাসী রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বন্দর কেন্দ্রিক এই রেল স্টেশনে স্বাধীনতার পর থেকে উন্নয়ন ও আধুনিকায়ন হয়নি। এই রেল স্টেশনে আন্তনগর ট্রেন থামেনা।
দীঘদিন থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন দাড়ানোর দাবি জানানো হয় এবং রেল মন্ত্রিকে জানানো হলে আশ্বাস্ত পেলেও বাস্তবায়ন হয়নি। এমনকি সংসদ সদস্য শিবলী সাদিক সংসদ অধিবেশনে ট্রেন দাঁড়ানোর দাবি করলেও তা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন, হিলি বন্দরকে আধুনিক নগর ও রেল স্টেশনে আন্তনগর ট্রেন দাড়ানোর দাবিতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে প্রধান মন্ত্রী বরাবর গত ১৮ জুলাই-২২ তারিখে স্মারক লিপি দেওয়া হয়েছে এবং আজ ৩১ জুলাই সকাল ১০ টায় হিলি রেল স্টেশনে এক ঘন্টার জন্য মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচি শেষে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তকে মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ হতে স্মারক লিপি প্রদান করা হয়।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: হিলি রেল স্টেশন মানববন্ধন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।