জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ২০:৫১
জয়পুরহাট থেকে:
জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১৯ডিসেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল এবং সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। জয়পুরহাট থেকে পাঁচবিবি যাওয়ার পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।
জয়পুরহাট পুলিশ সুপার মো. সালাম কবির জানান, দুর্ঘটনায় ১২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে।
তিনি জানান, নিহত ব্যক্তিরা সকলেই বাসের যাত্রী। আহত পাঁচজনকে উদ্ধার করে এলাকাবাসী জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার আগে রেলক্রসিংটির গেট খোলা ছিল এবং গেটম্যান ঘুমিয়ে ছিলো।
এনএফ৭১/এবিআর/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।