পার্বতীপুরে ভূঁয়া পরীক্ষার্থী গ্রেফতার

পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২

পার্বতীপুরে ভূঁয়া পরীক্ষার্থী গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে মারুফ বাদশা নামে এক ভূঁয়া পরীক্ষার্থীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। সে উপজেলায় মন্মথপুর এলাকার আকরাম হোসেনের পুত্র।

জানা যায়, আজ শনিবার সকালে চলমান ২০২২ সালের এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে শুরু হয়। উপজেলার যশাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে সকাল ১১টা ১০ মিনিটে ৩০২ নম্বর কক্ষের ঐ পরীক্ষার্থীকে সন্দেহ হলে কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আখতারুজ্জামান মোমেনী ঐ পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে।

এক পর্যায়ে পরীক্ষার্থী মারুফ বাদশা (১৮) তার ছোট ভাই আরাফাত হোসেনের পরিবর্তে পরীক্ষা দিচ্ছে বলে স্বীকার করে। প্রকৃত পরীক্ষার্থী আরাফাত হোসেন মন্মথপুর কো-অপারেটিভ হাইস্কুলের ছাত্র। তার রেজিঃ নম্বর ১৭১৭১৭৫৬৬৯৩ এবং রোল ৭৫৭০৮২। এ ব্যাপারে কেন্দ্র সচিব বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা করেন। ধৃত যুবক দিনাজপুরের একটি বেসরকারি পলিটেকনিক্যাল ইন্সস্টিটিউটের শিক্ষার্থী। থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top