কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৬:২১

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে মো. আনিসুর রহমান (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।

আনিসুরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা কারারক্ষী মো. আসাদুজ্জামান বলেন, আনিসুর রহমান কেন্দ্রীয় কারাগারে কয়েদি (৮৫৮৭/এ) হিসেবে ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কিডনি হাসপাতালে। এরপর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনলে চিকিৎসক ওই কয়েদিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কী মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানি না। তার বাবার নাম মৃত আবু বকর সিদ্দিক। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top