বরিশালে দু’দিনের ধর্মঘট ঘোষণা বাস মালিকদের

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০৫:৫৭

বরিশালে দু’দিনের ধর্মঘট ঘোষণা বাস মালিকদের

বাস মালিকেরা আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল বিভাগের ছয় জেলায় ধর্মঘট আহ্বান করেছেন। মহাসড়কে তিন চাকার যানবহনসহ অনুমোদহীন নসিমন-করিমন ও অন্যান্য যানবহন চলাচল বন্ধের দাবিতে তারা ধর্মঘট ডেকেছেন। আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এতে ব্যাপক সমাগম ঠেকাতে চট্রগ্রাম-ময়মনসিংহ-খুলনার মতো বরিশালেও সব ধরনের যানবহন বন্ধ করে দেওয়া হবে এমন আশঙ্কা করছিলেন বিএনপি নেতারা। আজ বুধবার বাস ধর্মঘট ঘোষণার মধ্য দিয়ে তাদের আশঙ্কার সত্যতা মিলল। জানা গেছে, ওই দুদিন ট্রাক, লঞ্চ এমনকি খেয়াঘাটও বন্ধ করে দেওয়া হতে পারে। এমন প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জেলা বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাসরেক বাবলু ও বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি কাওছার হোসেন শিপন বলেন, তাদের ধর্মঘটের সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয়। দাবি মেনে নেওয়ার জন্য তারা ৩ নভেম্বর পর্যন্ত প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি না মানা হলে ৪ ও ৫ নভেম্বর বিভাগের ছয় জেলায় একযোগে বাস চলাচল বন্ধ রাখা হবে।

গোলাম মাসরেক বাবলু বলেন, ‘ফরিদপুর ও মাদারীপুর জেলার বাস মালিকদের সঙ্গেও আলোচনা চলছে। তাদের এ ধর্মঘটের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভবনা আছে।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top