শপথ নিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য লাবু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ১০:৫১

শপথ নিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য লাবু চৌধুরী

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) আসনে উপ‌নির্বাচ‌নে বাংলা‌দেশ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতী‌কের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হ‌য়ে শপথ নিয়েছেন। তিনি সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপ‌নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপ‌নির্বাচ‌নে তিনি জয়ী হয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংস‌দের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে সংস‌দের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে শাহদাব আকবর লাবু চৌধুরী রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। শপথ গ্রহণের পর ফ‌রিদপুর-২ আস‌নের নেতাকর্মী‌দের নি‌য়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন লাবু চৌধুরী।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহীসহ ছয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ের সময় দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত ১৯ অক্টোবর আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল হোসেন মিয়া ও জাতীয় পার্টির আলমগীর হোসেন মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এই নির্বাচ‌নে শাহদাব আকবর লাবু চৌধুরী ৬৮ হাজার ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পান ১৪ হাজার ৮৭৬ ভোট।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top