মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১১:০৮
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের উদ্দেশ্য ছিল, একটি উন্নত ও অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা।’
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রংপুরের পীরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে যেতে চাই।’
এসময় আরও উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ সামছুল আরেফিন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন প্রমুখ।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।