মেঘনায় তেলবাহী জাহাজডুবিতে ইলিশের ব্যাপক ক্ষতির শঙ্কা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০৬:২৩

ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া জাহাজটির উদ্ধার কাজ ২৪ ঘণ্টা পরও এখনো শুরু হয়নি। ফলে জাহাজের তেল নদীতে ছড়িয়ে ইলিশের অভয়ারণ্যসহ জীববৈচিত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

উদ্ধারকারী জাহাজ ‘সাগর বধূ-৩’ ঘটনাস্থলে পৌঁছালেও ডুবে যাওয়া জাহাজটির ওজন বেশি হওয়ায় সেটিকে টেনে তোলা সম্ভব হচ্ছে না। ‘সাগর বধূ-৪’ নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছার কথা রয়েছে।

এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল জানান, জাহাজটির নিরাপত্তায় কোস্টগার্ড নিয়োজিত রয়েছে। এছাড়াও নদীতে ভেসে যাওয়া তেল যাতে কোন দূষণ না ছড়ায় তার জন্য কোস্টগার্ডের অত্যাধুনিক একটা বোটের সাহায্যে লেমর মেশিন দিয়ে পানি থেকে তেল পৃথক করার কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন: ৬ বছরের সংসারের ইতি টানলেন স্বাগতা

উল্লেখ, রোববার ভোররাতে ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে তেলবাহী জাহাজ "সাগর নন্দিনীর" সঙ্গে নোঙর করা আরেকটি জাহাজের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সাগর নন্দিনী জাহাজটির পেছনের তলা ফেটে তা পানিতে নিমজ্জিত হয়। জাহাজে থাকা মাষ্টারসহ ১৩ নাবিককে জীবিত উদ্ধার করে কোষ্টগার্ড। মেঘনার পানিতে ভেসে যায় ১০ লাখ লিটার তেল। যার বাজারমূল্য প্রায় ৯ কোটিও বেশি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top