নাটোরে শিশু ধর্ষণ, যুবকের ১০ বছরের আটকাদেশ

নিশি রহমান | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩, ০১:০৩

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামের একটি শিশু ধর্ষণ মামলায় মো. আজানুর রহমান (২৫) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।গতকাল দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।তরে রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

দণ্ডিত আজানুর রহমান বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। উল্লেখ্য, ২০১২ সালের ২ মে রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামের ১২ বছর বয়সী শিশুকে একা পেয়ে একই এলাকার সোলাইমান হোসেনের ছেলে সোহেল রানা এবং মুক্তার হোসেনের ছেলে আজানুর রহমান বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

পরে শিশুটির বাবা বাদী হয়ে ৩ মে বড়াইগ্রাম থানায় সোহেল রানা ও আজানুর রহমানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় পলাতক আজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে ১০ বছরের আটকাদেশ দেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top