বরিশালে পুলিশের 'নির্যাতনে' শির্ক্ষাথীর মৃত্যুর অভিযোগ

বরিশাল থেকে | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১, ২২:২৭

ছবি: সংগৃহীত

বরিশালে ডিবি পুলিশের এসআই মহিউদ্দিনের নির্যাতনে আইন কলেজের রেজাউল করিম রেজা নামের এক ছাত্রের মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনেরা।

শনিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শির্ক্ষাথীর মৃত্যু হয়।

নিহতের বাবা ইউনুস মিয়া অভিযোগ করে বলেন, ২৯ ডিসেম্বর রাতে নগরের হামিদ খান সড়ক থেকে তার ছেলেকে গ্রেপ্তার করে এসআই মহিউদ্দিন। ডিবি কার্যালয়ে তার ওপর অমানসিক নির্যাতন চালানো হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হলে সেখানে ছেলে অসুস্থ হয়ে পড়ে।

শুক্রবার রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

এদিকে এসআই মহিউদ্দিনের জানায়, ২৯ ডিসেম্বর রাতে গাঁজা ও মাদকের ইঞ্জেকশনসহ রেজাকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই পৌনে ১২টা নাগাদ তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। ৩০ ডিসেম্বর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আগেরও মাদক মামলা ছিল। তবে তার ওপর কোনো নির্যাতন করা হয়নি।

হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মৃত রেজাউলের শরীরের নিম্নাংশে শক্ত কোনো কিছু দিয়ে উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, তদন্তে যদি পুলিশের কারও বিরুদ্ধে নির্যাতনের প্রমাণ মেলে, তবে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top