পাওনা টাকার বিরোধে সিরাজগঞ্জে ব্যবসায়ীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৩১

সিরাজগঞ্জে পাওনা টাকার বিরোধের জেরে ইউফুস আলী (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে । মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়ায় প্রতিপক্ষের লোকজন ইউসুফ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ইউসুফ আলী মহল্লার পৌর এলাকার চক কোবদাসপাড়া এলাকার ঘুতু শেখের ছেলে। ইউসুফ আলী মূলত আড়তে কাঁচামালের ব্যবসা করতেন এবং সুদের বিনিময়ে মানুষকে টাকা ধার দিতেন।

আরও পড়ুন: বাংলাদেশ নারী ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের প্রস্তাব!

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ইউসুফ আলী একই এলাকার মমিনুল ইসলাম ওরফে বড় গ্যাদা নামের এক ব্যক্তিকে সুদের ওপর কিছু টাকা ধার দিয়েছিলেন। মঙ্গলবার রাতে ওই টাকা নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মমিনুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে ইউসুফ আলীকে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top