নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
শাকিল খান | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩, ২১:১৬
সুনামগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে ঢাকা যাওয়ার পথে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে শাহ্ জালাল বাসে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হরিপুর পশ্চিমহাটি গ্রামের আলাউদ্দিনের ছেলে কোহিনুর আলম (২৪) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মান্দুরা গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে রাফিজুল মিয়া (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আটককৃতরা সুনামগঞ্জ থেকে গাঁজা নিয়ে নেত্রকোনা হয়ে ঢাকায় যাচ্ছিল।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নিরাপদ রুট হিসেবে তারা এই সড়ক ব্যবহার করছিলো। ট্রাভেলিং ব্যাগে করে প্রতি ব্যাগে ৫ কেজি করে শার্ট প্যান্ট পিচের মতো করে নিয়ে যাচ্ছিল। যাতে সন্দেহ না হয় কারো। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওখান থেকে একজনের সন্দেহ হতেই আমাদেরকে জানায়। খবর পেয়ে ফোর্স নিয়ে বাস টার্মিনাল গিয়ে তাদেরকে হাতে নাতে আটক করতে সক্ষম হই।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার কোর্টে সোপর্দ করা হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।