সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শাকিল খান | প্রকাশিত: ৪ মে ২০২৩, ১৯:২৩

দিনাজপুর হিলি স্থলবন্দর

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দুই দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আগামী শনিবার (৬ মে) সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

হিলি ইমিগ্রশনের ওসি আশরাফুল ইসলাম বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top