বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

চলে গেলেন দক্ষিণবঙ্গের বর্ষীয়ান আলেম জহুরুল হক

শাকিল খান | প্রকাশিত: ১১ মে ২০২৩, ২১:৪৬

ছবি: সংগৃহীত

দক্ষিণবঙ্গের বর্ষীয়ান আলেম মাওলানা জহুরুল হক (দ:বা:) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি সামচুল হক ফরিদপুরীর খলিফা ও ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। বার্ধক্যজনিত কারণে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ মাদ্রাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, প্রবীণ এই আলেম সামচুল হক ফরিদপুরীর খলিফা ছিলেন। তিনি ফরিদপুর জেলা হেফাজত ইসলামী ও জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রায় ১০ বছর। স্বাধিনতা ঘোষনা হওয়ার পর সালথার ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার একান্ত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় পরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসা। ওই মাদারাসায় মুহতামিম হিসেবে প্রায় ৭০ বছর দায়িত্ব পালন করেন। তার কাছে পড়াশোনা করে হাজারো ছাত্র আলেম হয়েছেন। যেকারণে তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি আলেম সমাজেও শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের বড় ছেলে মাওলানা মো. নিজামদ্দীন বলেন, বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার দুপুরে হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হয়। এরপর তাকে মাদ্রাসায় তার কক্ষে রাখা হয়। সেখানে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আগামীকাল বাদ জোহর পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদ্রাসার মসজিদের পাশেই দাফনের জন্য তার নিজ নামে দলিলকৃত জায়গায় তার লাশ দাফন করা হবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top