যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ২০:৩৯
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানিতে পড়ে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (১০ জানুয়ারি) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম রামপদ মন্ডল। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মন্ডলের ছেলে। নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ নিউজফ্ল্যাশ৭১ কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী একটি যাত্রীবাহী বাস সকাল ৮ টার দিকে জেলার পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রিজের কাছে অপর একটি বাসকে পাশ কাটিয়ে আগে উঠার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ৫ জন। '
আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।