জয়পুরহাটে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন

শাকিল খান | প্রকাশিত: ১৬ জুন ২০২৩, ০০:১৭

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে সোলায়মান আলী (৭৭) হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন। তিনভাই কালাই উপজেলার গোপীনাথপুর আপলাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রকিবুল ইসলাম অফির ও আব্দুল কুদ্দুস।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামে সড়কের পাশে পানি নিস্কাশনের ড্রেন নিয়ে সোলায়মান হোসেন ও প্রতিবেশী ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রফিকুল ইসলাম ওরফে অফির, আব্দুল কুদ্দুস, শফিউল ইসলাম ওরফে মিল্টন, আবু জাফর, এনামুল হক, জাহিদুল ইসলাম ও ইয়াকুব আলীর মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আসামিরা তাদের হাতে থাকা কোদাল দিয়ে সোলায়মানের মাথায় আঘাত করে। স্বজনরা গুরুতর অবস্থায় তাকে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান সোলায়মান।

এ ঘটনায় একই বছরের ১ মে থানায় একটি মামলা দায়ের করেন নিহতের ছেলে। এ মামলার ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top