জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
জামালপুর থেকে | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১, ১৮:১২
                                        জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) সকালের দিকে পৌরসভার পপুলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরিষাবাড়ীর বড়বাড়িয়া এলাকার সাইদুল ইসলাম ও আকাশ আলী। নিহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল আলম নিউজফ্ল্যাশ৭১-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, চাচা-ভাতিজা মোটরসাইকেলে সরিষাবাড়ীর বাউশি এলাকা থেকে বড়বাড়িয়া নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে পৌরসভার পপুলার এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এনএফ৭১/জেএস/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।