এপিএ র‌্যাংকিংয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ শ্রেষ্ঠ

শাকিল আহমেদ | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩, ১৭:৪৪

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) র‌্যাংকিংয়ে পারফরম্যান্স রিপোর্টে প্রথম স্থান অর্জন করেছে। ঢাকা মেডিকেল কলেজসহ দেশের সব সরকারি মেডিকেল কলেজকে পেছনে ফেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) র‍্যাঙ্কিংয়ে ২০২২-২৩ অর্থবছরের পারফরম্যান্স রিপোর্টে প্রথম স্থান অর্জন করেছে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ।

কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) এবার ৩৭ টি সরকারি মেডিকেল কলেজ অংশ গ্রহণ করবে। আমাদের প্রথম স্থান ধরে রাখার জন্য আমাদেরকেও প্রাণপণ চেষ্টা করতে হবে। এবছর শ্রেষ্ঠ মেডিকেল শিক্ষকদের মধ্যে ২য় ও ৩য় হয়েছেন কলেজের অধ্যাপক ডা. দিলরুবা জেবা ও ডা. রেজাউল কাদের সহযোগী অধ্যাপক। বিশেষভাবে উল্লেখযোগ্য ১৭ জন ছাত্র-ছাত্রী ৩য় পেশাগত পরীক্ষায় অনার্স মাক অর্জন করেছেন এবার ফরিদপুর মেডিকেল কলেজের।

এ কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ক্রমান্বয়ে পেপারলেস অফিস হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় এই মাসের মধ্যভাগ হতে যুক্ত হতে যাচ্ছে কলেজের নিজস্ব মোবাইল অ্যাপ। এটা আপাতত এন্ড্রয়েড প্লাটফর্মে কাজ করবে। অ্যাপের মাধ্যমে শিক্ষকগন সকল ক্লাসে হাজিরা নেয়া, আইটেম, কার্ড, ওয়ার্ড কমপ্লিশনসহ সকল পরীক্ষায় স্টুডেন্টদের মার্কিং করা, পরীক্ষার জন্য এলিজিবল স্টুডেন্ট বের করতে পারবেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অক্টোজেনারেটেড পরিচয়পত্র প্রদান, মার্কশীট জেনারেশন, সার্টিফিকেট জেনারেশন, ট্রান্সক্রিপ্ট জেনারেশন, সকল ডাটা স্টোরেজ করা, কোন স্টুডেন্টের ক্লাসে উপস্থিতির হার ৭৫% এর নীচে গেলে অটো তার ও তার শিক্ষকদের কাছে ম্যাসেজ পাঠানো, পারফর্মেন্স শীট জেনারেশন সহ অনেক কাজ অটোমেটিক কয়েকটা টাচে করা যাবে। এছাড়া কোনদিন কোন শিক্ষক কি ক্লাস নিয়েছেন, সকল ক্লাস সময়মত সম্পন্ন হয়েছে কিনা, ছাত্রদের উপস্থিতি এমন বিষয়সমূহ বিভাগীয় প্রধান, ফেজ কোঅরডিনেটর, একাডেমিক কোঅর্ডিনেটর ও অধ্যক্ষ  অ্যাপে টাচ করেই মনিটর করতে পারবেন। স্টুডেন্টদের ছুটির দরখাস্তও এর মাধ্যমে করতে হবে এবং সেটা এপ্রুভাল পেলে সংশ্লিস্ট সকল স্থানে অটো আপডেট হবে এমনকি ক্লাসে উপস্থিতির ঘরেও। 

তিনি আরোও জানান, ৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ব শিক্ষক দিবস এবার অত্র কলেজে দিনব্যাপি ব্যাপক আয়োজনে উদযাপিত হবে এবং গুনী শিক্ষকদের সম্মানিত করা হবে। প্রথমবারের মতো কলেজের শিক্ষক কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হবে এবং দিনব্যাপি ব্যাপক আয়োজনে সব আনন্দ উদযাপন করা হবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top