• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


টর্নেডোয় ৫০ সেকেন্ডে ৭০ ঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার

শাকিল খান | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩, ১৩:৪১

ছবি: সংগৃহীত

সারাদেশের অবিরাম বর্ষণের সাথে গোপালগঞ্জের মুকসুদপুরে উজানী ইউনিয়নের ৪ গ্রামে ১ মিনিটের ঝড়ে ৭০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এতে কমবেশি ১৫ জন আহত হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার বাসুদেবপুর, মহাটালী, ডিগ্রিকান্দি, টিকারডাঙ্গা গ্রামের ওপর দিয়ে বয়ে যায় টর্নেডো।

শুক্রবার (৬ অক্টোবর) মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু ও স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু বলেন, টর্নেডোতে বাসুদেবপুরসহ ৪টি গ্রামের ৪০টি পরিবারের ৭০টি ঘর বিধ্বস্ত হয়েছে। বৃষ্টির সাথে প্রবল ঝড়ে বাড়ি-ঘরগুলো ভেঙে পড়ে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছি।

বাসুদেবপুর গ্রামবাসীরা বলেন, বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে হঠাৎ করে ঝড় ওঠে। এ ঝড় মাত্র ৫০ সেকেন্ড থেকে ১ মিনিট স্থায়ী হয়। ঝড়ের তান্ডবে ৪ গ্রামের ৭০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অসহায় পরিবারগুলো বসতঘর হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার গুলোকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। 

উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর এক মিনিটের টর্নেডোতে ৪ গ্রামের ৪০টি পরিবারের ৭০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এসময় গাছপালা ভেঙ্গে পড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টর্নেডোতে ১৫ জন আহত হন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top