গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

গাজীপুর থেকে | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১, ২৩:১০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে থেমে থেমে চলছে গাড়ি। মহাসড়কে চলাচলকারী যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুর থেকে শুরু হয়ে চন্দ্রা মোড় পার হয়ে আরো কয়েক কিলোমিটার জুড়ে আছে দীর্ঘ এ যানজট।

চন্দ্রা থেকে মির্জাপুর অংশের দায়িত্বে থাকা গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, কালিয়াকৈর খাড়াজোড়া এলাকায় সড়কে নির্মাণকাজ চলমান রয়েছে। এতে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ লেনে চলাচলকারী যানবাহনগুলো ২ লেনে চলছে। তাই এ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে গোড়াই নাসির গ্যাস কারখানার পরেও দীর্ঘ যানজট রয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ২টা থেকে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই, কালিয়াকৈর রেল ওভারপাসের পাশের খাড়াজোড়াসহ বেশ কয়েকটি পয়েন্টে ট্রাফিক পুলিশ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top