তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে নরসিংদীতে ইসতিসকার নামাজ
রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১৭:৪৭
তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির পানে আকাশপানে তাকিয়ে মানুষ। এ অবস্থায় নরসিংদীতে বৃষ্টির প্রার্থনা করে নামাজ আদায় করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) জামেয়ে কাসেমিয়া কামিল মাদরাসা সংলগ্ন গাবতলি ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়।
স্থানীয় আলেম হযরত মাওলানা আব্দুল লতিফ খান সালাতের ইমামতি করেন এবং বৃষ্টির জন্য উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন।
স্থানীয় লোকজন আগ্রহের সঙ্গে বৃষ্টি প্রার্থনার নামাজে অংশগ্রহণ করেন। এ সময় মুসল্লিরা নিজেদের পাপের জন্য তাওবা করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেন।
বাংলাদেশে গত কয়েকদিন ধরে তীব্র গরম পড়ছে। বৃষ্টির দেখা যাচ্ছে না। সকল প্রাণী এই তীব্র দাবদাহে ভীষণ কষ্ট ভোগ করছেন। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই সালাত আদায় করে মুসল্লিরা। নামাজে দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ করতে দেখা গেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।