গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ০০:৩৩
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি জারি করা প্রতিহিংসামূলক শাস্তি প্রত্যাহার এবং প্রশাসনের দুর্নীতি তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)-এর শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমানের সড়ক গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধ কর্মসূচী পালন করে।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে শিক্ষক সুকান্ত বিশ্বাস, শাসচুল আরেফিন, শিক্ষার্থী রবিতা তরফদার ও নাজমুল মিলন প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি জারি করা প্রতিহিংসামূলক শাস্তি প্রত্যাহার এবং প্রশাসনের দুর্নীতি তদন্তের দাবি জানান।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় টুঙ্গিপাড়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।