৬৩ পৌরসভায় ভোট শনিবার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ১৮:৩৭
দেশের ৬৩ পৌরসভায় শনিবার (৩০ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এই ধাপে সবকটি পৌরসভায় ভোট নেয়া হবে কাগজের ব্যালটে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম-সহিংসতা ও তুলনামূলক ভোটারের কম উপস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে।
প্রথম ধাপে ইভিএমে এবং দ্বিতীয় ধাপে ইভিএম ও ব্যালট পেপারে ভোট হয়। তৃতীয় ধাপের সব পৌরসভায় ব্যালট পেপারে ভোট হবে। করোনাভাইরাস মহামারীর মধ্যে পৌর নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে গড়ে ৬৪ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
তৃতীয় ধাপে তিন পদে ৩৭১৫ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে বাদ পড়েন ১৬৫ জন। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হয়েছে মেয়র পদে ২৫৭ জনের, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭২ জনের এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫২১ জন প্রার্থীর।
জানা গেছে, তৃতীয় ধাপে কুমিল্লার লাকসাম পৌরসভায় কোনো পদেই ভোট হবে না। এ পৌরসভার মেয়র ও কাউন্সিলর সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা ভোটের আগেই জয় পেয়েছেন। বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তবে এ পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে।
ভোটগ্রহণ সুষ্ঠু করতে সব প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, তৃতীয় ধাপের ৬৩ পৌরসভায় কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে পাঠানো হবে ব্যালট পেপার। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে কমিশন বেশ সজাগ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য অতিরিক্ত সংখ্যক নিয়োজিত রাখা হচ্ছে অনেক এলাকায়।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: শনিবার ৬৩ পৌরসভায় ভোট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।