নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩

Nasir Uddin | প্রকাশিত: ৮ মার্চ ২০২৫, ১১:৩০

ছবি: সংগৃহীত

নড়াইল সদরে বিএনপি অফিসে নেতাকর্মীদের লক্ষ্য করে পরপর তিনটি বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতিসহ তিন নেতা-কর্মী আহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোবরা স্ট্যান্ড এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আহত ব্যক্তিরা হলেন শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোবরা গ্রামের বাসিন্দা বাবু মোল্লা (৬০), একই গ্রামের বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো (৫২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতা-কর্মীরা আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে তিনটি বোমা মেরে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাতে আহত হন স্থানীয় বিএনপির তিন নেতা-কর্মী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে বিএনপির কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নড়াইল সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান বলেন, আহতরা সবাই বোমা হামলার শিকার। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অপর দু’জন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে জানতে চাইলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top