বান্দরবান থেকে আটক ২৫ রোহিঙ্গা শ্রমিক
বান্দরবান থেকে | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ০১:০০
বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে দুর্গম ছোটবেতিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে আটককৃত রোহিঙ্গা শ্রমিকদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করে সেনাবাহিনী। পরে আলীকদম সদরে আসার পথে কানামাঝি চেকপোস্টে আরও ১ রোহিঙ্গাকেও আটক করা হয়।
তিনি আরও জানান, আটক রোহিঙ্গাদের শনিবার রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারপড়ে তাদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।