শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, গ্রামে শোকের মাতম

মাদারীপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২

ছবি: সংগৃহীত

ইতালিতে সাগর বালা ওরফে অভি (২১) নামে এক বাংলাদেশি যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। খবরটি পেয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন নিহত অভির বৃদ্ধ বাবা-মা ও স্বজনরা। অভি ছিলেন কৃষক কুমুদ বালার একমাত্র ছেলে। তার পরিবারে রয়েছেন বাবা-মা ও দুই বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগের ভেতর থেকে অভির মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিহতের পরিবারের কাছে খবরটি পৌঁছে দেন ইতালি প্রবাসী মামাতো ভাই শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার।

পরিবার জানায়, আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় ধারদেনা করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি গিয়েছিলেন অভি। সেখানে প্রায় দুই বছর ধরে স্পোলেটো এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। কিছুদিন আগে তিনি স্থানীয় একটি আশ্রয় কেন্দ্র থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর গতকাল (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ব্যাগে ভরা তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করা হয়, যা অভি ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে।

ইতালির পুলিশের ময়নাতদন্তের প্রাথমিক তথ্যে জানা গেছে, অভিকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং হত্যার পর দেহ টুকরো টুকরো করে ফেলা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতোমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও অভির পরিচিতজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

নিহতের বাবা কুমুদ বালা বলেন, “আমার একমাত্র ছেলেকে যারা মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এছাড়া ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে দাবি, আমার ছেলের মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়।”

এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, “ভুক্তভোগী পরিবার আমাদের কাছে সহায়তা চাইলে আমরা আইনগত সহায়তা করব।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top