শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-শিশুসহ তিনজনের

রংপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর ধরে স্বামী মোতালেব হোসেনের সঙ্গে ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসে চাকরি করছিলেন শাহিনা আক্তার (৩০)। শহরের ব্যস্ত জীবন ছেড়ে এবার গ্রামে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এ দম্পতি। স্বপ্ন ছিল, গ্রামে ফিরে ব্যবসা বা কৃষিকাজ করে নতুনভাবে সংসার গড়ে তোলার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শাহিনা ও তার এক বছরের শিশু ছেলে ওয়ালিদ।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে রংপুর নগরীর দমদমা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের সহকারী আরিফও (২০) মারা যান। আহত হন শাহিনার স্বামী মোতালেব হোসেন। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

নগরীর তাজহাট থানা পুলিশ জানায়, ভোর ৪টার দিকে দমদমা সেতুর উত্তরে মালবাহী একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাক সজোরে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিনা, তার শিশু ছেলে ওয়ালিদ ও পিকআপ সহকারী আরিফ মারা যান।

 

নিহত শাহিনার বাড়ি রংপুরের পীরগাছার সাতদরগা এলাকায়। তার মামা খোরশেদ আলম জানান, ভাগ্নী শাহিনা ও তার স্বামী মোতালেব দীর্ঘদিন ধরে আশুলিয়ায় গার্মেন্টসে চাকরি করতেন। সম্প্রতি গ্রামে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা মালামালসহ বাড়ি ফিরছিলেন। পথে ঘটে গেল এ দুর্ঘটনা।

 

তাজহাট থানার ওসি মো. শাহাজাহান আলী জানান, এ ঘটনায় নিহতদের স্বজন সড়ক আইনে মামলা করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top