শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

টঙ্গীর রাসায়নিক আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭

ছবি: সংগৃহীত

গাজীপুর, ২৭ সেপ্টেম্বর: টঙ্গীর সাহারা মার্কেটে একটি রাসায়নিক কারখানায় আগুন নেভানোর সময় দগ্ধ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) শনিবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, নাঈমের শরীরের প্রায় ৪২ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। তিনি শনিবার সকাল ১০টার দিকে মারা যান।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর সাহারা মার্কেটের রাসায়নিক কারখানায় আগুন নেভাতে গিয়ে নাঈম দগ্ধ হন। ওই আগুনে আরও চার জন ফায়ার ফাইটার দগ্ধ হন, তাদের মধ্যে মোহাম্মদ নুরুল হুদা এবং শামীম আহমেদের দগ্ধের মাত্রা সবচেয়ে বেশি ছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নাঈম ১৯৮৮ সালের ২৪ আগস্ট শেরপুরের নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে বাংলাদেশ ফায়ার সার্ভিসে যোগদান করেন এবং চাকরি জীবনে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। নাঈম এক সন্তানের জনক।

গত সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে অগ্নিনির্বাপণের সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে, এতে চার ফায়ার ফাইটার এবং স্থানীয় কয়েকজন দোকান কর্মচারী দগ্ধ হন। দুর্ঘটনার পর সবাইকে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সর্বদা জীবন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ৫১ জন সদস্যের প্রাণ হারানোর ঘটনা ঘটেছে। সর্বশেষ খন্দকার জান্নাতুল নাঈমের নাম এই আত্মত্যাগের তালিকায় যুক্ত হলো।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top