কাশিয়ানীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে ৪ নিহত, ৩ আহত
গোপালগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৩

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
গুরুতর আহত ৫ জনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল জানান, নিহতদের নামপরিচয় শনাক্তের কাজ চলছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।