ফরিদপুরে ব্যতিক্রমী আয়োজন:
ছাগল চোরের হেদায়েতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল
ফরিদপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২

ফরিদপুরের মধুখালীতে চুরি যাওয়া ছাগল ফেরত পাওয়ার চেষ্টা না করে বরং চোরের হেদায়েত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন এক ছাগল মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আলামিন জমাদ্দার ওরফে সবুজ (৩৬) প্রায় দুই মাস আগে দুটি ছাগল হারান। ছাগল খোঁজাখুঁজি করেও উদ্ধার না হওয়ায় কিংবা থানায় অভিযোগ না করে তিনি ভিন্নধর্মী উদ্যোগ নেন।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে আলামিন জমাদ্দারের বাড়ির পাশের মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। পরে উপস্থিতদের মাঝে তোবারক হিসেবে তেহারি বিতরণ করা হয়।
আলামিন জমাদ্দার বলেন, “চোর হয়তো অভাব কিংবা লোভের কারণে এ কাজ করেছে। আমি চাই সে যেন তার ভুল বুঝতে পারে এবং চুরির পথ থেকে ফিরে আসে।”
এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া জানান, “আলামিন পেশায় নাট্যশিল্পী। তার ছাগল চুরি হয়েছিল। আজ সে কী ভেবে এমন ব্যতিক্রমী মাহফিলের আয়োজন করলো, তা আমার জানা নেই।”
গ্রামজুড়ে এ আয়োজন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই ঘটনাটিকে চোরের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।