শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

দলের নির্দেশনা অমান্য করলে তার বাপকেও মানে না: হাবিব

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, যারা ব্যক্তি স্বার্থের জন্য দলের নির্দেশনা অমান্য করে, তারা মূলত দলেরই প্রতি অনুগত নয়। তিনি বলেন, “দল কাকে মনোনয়ন দিয়েছে বা কে সবুজ সংকেত পেয়েছে, তা মুখ্য বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী করা হল মুখ্য লক্ষ্য।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হাবিব আরও বলেন, বিএনপিকে পরাজিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হবে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমজান আলী।

এ সময় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, সদস্যসচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন।

সমাবেশে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুলভ মালিথা, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল রহমান মনিরুলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সহস্রাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

সর্বশেষ খবরের জন্য [ঢাকাপ্রকাশের গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন]।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top