শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪

ছবি: সংগৃহীত

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মণ্ডপ ও সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল চালানো হচ্ছে।

৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করছে। উৎসব চলাকালে ১৩টি প্লাটুন বিজিবি মণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া সীমান্ত এলাকায় চলাচলরত ব্যক্তিদের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী জানিয়েছেন, “সীমান্ত এলাকা ও জেলার মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। বিজিবির পর্যাপ্ত টহল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সন্তোষজনক। আশা করছি, সুন্দর ও আনন্দঘন মুহূর্তে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।”

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “বিজিবি সর্বদা জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যাতে দেশের জনগণ নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে, আমরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছি।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top