শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় নিহত ৩, আহত সেনাসহ অন্তত ১৬

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এতে সেনাবাহিনীর একজন মেজরসহ আহত হয়েছেন অন্তত ১৩ জন সেনা সদস্য। এছাড়া গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

এ তথ্য রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অপরাধীরা কেউই ছাড় পাবে না বলেও উল্লেখ করা হয়।

এদিকে সচিবালয়ে এক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “খাগড়াছড়িতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা নিরসনে সব পক্ষকে নিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক বৈঠক হয়েছে। সমস্যার সমাধানে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top