খাগড়াছড়িতে অবরোধ-সংঘর্ষ: গুলিতে নিহত ৩, আহত ৩
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ব্যাপক উত্তেজনা! চলমান অবরোধের জেরে সংঘর্ষ ও গুলিতে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
গত মঙ্গলবার এক পাহাড়ি কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। এর প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে শনিবার থেকে পার্বত্য এলাকায় অবরোধ চলছে। এর ফলে খাগড়াছড়ি-চট্টগ্রামসহ সব প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রবিবার দুপুরে গুইমারার রামেসু বাজারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও কথা-কাটাকাটির একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। এরপর মুখোশ পরা লোকজন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করে। জানা গেছে, বাজারটির অধিকাংশ দোকান পাহাড়িদের ছিল।
বর্তমানে গুইমারা উপজেলাসহ পুরো খাগড়াছড়ি সদর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর অবস্থান দেখা যাচ্ছে এবং অধিকাংশ দোকানপাট বন্ধ। গুইমারা থানার ওসি জানিয়েছেন, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এবং পরিস্থিতি এখনো উত্তপ্ত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।