বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

বন্ধু না এলে বিয়ে স্থগিত! নোয়াখালীর হাতিয়ায় চাঞ্চল্যকর ঘটনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১১:০৫

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। বর আরমান হোসেন তার বিয়েতে কবুল করতে রাজি হননি কারণ তার ছোটবেলার বন্ধু রিয়াজ বিয়েতে হাজির ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের করিম বেপারির ছেলে আরমানের বিয়ে ঠিক হয়েছিল তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের এক কনের সঙ্গে। বরযাত্রা কনের বাড়িতে পৌঁছানোর আগে বর ও তার এক ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে গাড়িতে বসা নিয়ে মনোমালিন্য হয়। ক্ষুব্ধ হয়ে বন্ধু বিয়েতে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

বর কনের বাড়িতে এসে বন্ধুকে না দেখে অবিলম্বে বিয়ের অনুষ্ঠান শুরু করতে অস্বীকার করেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে কনের বাড়ি, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর অনুরোধের পরও বর কবুল জানাননি। পরে বরপক্ষের লোকজন বন্ধুকে নিয়ে আসার পর বর হাসিমুখে ‘কবুল’ বলে বিয়ে সম্পন্ন করেন।

বর আরমান হোসেন বলেন, “রিয়াজ আমার ছোটবেলার বন্ধু। আমার এক আত্মীয়ের সঙ্গে গাড়িতে বসার কারণে সে রাগ করে বিয়েতে আসেনি। আমার শুভ কাজে সে থাকবে না এটা আমি মানতে পারিনি। তাই সে আসার পরই বিয়ে করেছি।”

কনেপক্ষের আলতাফ হোসেন বলেন, “দেড়টার দিকে বর আসার পর বন্ধুর কারণে বিয়েতে দুই ঘণ্টা বিলম্ব হয়। অনেক গ্রামবাসী অপেক্ষা করতে করতে চলে যান। পরে বন্ধুকে আনার পরই বিয়ের কাজ সম্পন্ন হয়।”

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top