বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ: উৎসবের আমেজ, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৬

সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু নির্বাচন। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এই ভোটগ্রহণ, যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের মোট ১৫টি কেন্দ্রে ৬০টি কক্ষে ভোট নেওয়া হচ্ছে। চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫২১ জন।

এই নির্বাচনে ১৩টি প্যানেল থেকে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন, জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, ছবি সম্বলিত ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে।

নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএন এবং প্রক্টরিয়াল টিমের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। শিক্ষার্থীরা আশা করছেন, একটি সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচনের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব নির্বাচিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top