শরীয়তপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন ও সমাবেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৩:৩০

শরীয়তপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত করেছে। এটি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে গণভোট প্রদানের পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনসহ ৫ দফা দাবির তৃতীয় দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত শরীয়তপুর ১ আসনের প্রার্থী মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, শরীয়তপুর ২ আসনের প্রার্থী মুফতি ইমরান হোসেন, জেলা শাখার সভাপতি এস এম আহসান হাবীব, সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ ফিরোজ আলম ঢালী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি তারেক জামিল, ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি শাহীন আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং দেশে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকার গঠন হবে না। বক্তারা প্রশ্ন করেন, দেশের ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও বর্তমান সরকার কেন এই পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নিতে গড়িমসি করছে। বক্তারা জোর দিয়ে বলেন, সরকারের এই অবহেলার বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।
সমাবেশে দাবি করা হয়, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মানববন্ধনের সমাপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের মাধ্যমে প্রদান করেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।