বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

ঐতিহাসিক ছোট সোনামসজিদ ধসে পড়ার আশঙ্কায় পর্যটক-স্থানীয়রা উদ্বিগ্ন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৭

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় সুলতানি আমলের ঐতিহাসিক নিদর্শন ছোট সোনামসজিদ বর্তমানে ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। মসজিদটির সীমানার মধ্যে সমাহিত আছেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও আরেক বীর মেজর নাজমুল হক। এছাড়াও আধা কিলোমিটারের মধ্যে রয়েছে হয়রত শাহনেয়ামোতুল্লার মাজার, তোহাখানা, দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসাসহ বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা।

মসজিদের পাশ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক গেছে। প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে ২০ থেকে ৭০ টনেরও বেশি পণ্যবাহী প্রায় আট শতাধিক ভারি যানবাহন চলাচল করে। এতে মসজিদসহ আশেপাশের ভবনগুলো কম্পন অনুভব করছে। বিশেষজ্ঞদের মতে, মসজিদটি বর্তমানে মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম ভুট্টু জানান, “দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল শুধুমাত্র বড় বড় পাথরবাহী ট্রাকের কারণে হয়েছে। দ্রুত বাইপাস সড়ক নির্মাণ করা না হলে মসজিদটি অচিরেই ধ্বংস হয়ে যাবে।”
স্থানীয় মুসল্লী শাহিন শওকত বলেন, “দীর্ঘদিন ধরে মসজিদের পাশে শত শত ট্রাক চলাচল করছে। প্রতিটি ট্রাকে থাকে ২০-৭০ মেট্রিক টনের বেশি পাথর। এই অতিরিক্ত যাতায়াত মসজিদের জন্য খুবই ক্ষতিকর।”

ঐতিহ্য সংরক্ষণের জন্য বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প দীর্ঘদিন ধরে ফাইলবন্দি রয়েছে। জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে চারপাশে সীমানা প্রাচীর দেয়া হয়েছিল। এরপর ২০০৯ সালে প্রত্নতত্ত্ব বিভাগ বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব দেয়। ২০১৩ সালে পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটিতে আলোচনার পাশাপাশি সড়ক ও জনপথ এবং পরিকল্পনা কমিশনের যৌথ প্রতিনিধি দল এলাকা পরিদর্শনও করে। তবে গত ১২ বছরেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।

প্রফেসর ড. মোজাহারুল ইসলাম, শিবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ও গবেষক, বলেন, “ছোট সোনামসজিদ দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এটিকে ধ্বংস হতে দেয়া উচিত নয়। দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”

প্রত্নতত্ত্ব অধিদফতরও সতর্ক করেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে মসজিদটি ধসে পড়বে। সোনামসজিদ গৌড় গ্রুপ অফ মনুমেন্টস বিভাগের তত্ত্বাবধায়ক মো. শাহীনুজ্জামান খান বলেন, “দূরবর্তী বিকল্প সড়ক বা বাইপাস নির্মাণের জন্য যোগাযোগ করেছি, কিন্তু কার্যকর ব্যবস্থা এখনও নেওয়া হয়নি।”

চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. নাহিনুর রহমান জানান, “বর্তমানে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা নেই। তবে মসজিদের সামনে কম্পন নিরোধক ব্যবস্থা ও ঢালাই সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।”

ঐতিহাসিক ছোট সোনামসজিদের বয়স প্রায় ৫৫০ বছর। এটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে ১৪৯৩ থেকে ১৫১৯ খ্রিষ্টাব্দের মধ্যে নির্মিত। দেশীয় দর্শনার্থীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, সুইজারল্যান্ড, কুয়েত, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা প্রতিদিন এটি দেখার জন্য আসেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top