জামায়াতের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি | | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৪:০২

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত কর্মিসভায় মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা দলটির সঙ্গে যুক্ত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের বরণ করে বিএনপির পতাকা হাতে তুলে দেন।

খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, “বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।”

এদিকে, বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম কালবেলা জানান, আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top