রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:০৩

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং নৌবাহিনীর দুটি ইউনিট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ইপিজেডের ৫ নম্বর সড়কের ‘আদম টেক্সটাইল’ কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জানান, মুহূর্তের মধ্যেই ৭ তলা ভবনের প্রায় সব ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে।

কারখানার বিভিন্ন ফ্লোরে দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনীর বিশেষ অগ্নিনির্বাপণ ইউনিটও যোগ দিয়েছে।

অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে কয়েকশ শ্রমিক কর্মরত ছিলেন। তাদের অনেকেই ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে কেউ আটকা পড়েছেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আগুনের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, ভবন থেকে এখনো ধোঁয়া ও শিখা বের হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top