ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া থেকে | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৩২
ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ও রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত দুধু মিয়া জানায়, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলায় বুধল নামক স্থানে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আজিজ খান নামের এক জন নিহত হয়। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল বলেন, দুর্ঘটনার পর আজিজ নামে ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
অন্যদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রামরাইল নামক স্থানে শান্ত চৌধুরী নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে শান্তর মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারেনি পুলিশ।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনা নিহত ২ ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কুমিল্লা-সিলেট মহাসড়ক রামরাইল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।