শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

লক্ষ্মীপুরে মামাতো ভাইয়ের হাতে মা-মেয়ের হত্যার ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১২:৩৩

ছবি: সংগৃহীত

রামগঞ্জে এক দম্পতির পরিবারের মর্মান্তিক হত্যার ঘটনায় পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। নিহতরা হলেন জুলেখা বেগম (৫৫) এবং তার মেয়ে তানহা আক্তার মীম (১৯)।

জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে জানান, হত্যার মূলহোতা পারভেজ হোসেন নিহত মীমের মামাতো ভাই। টাকার অভাবে পারভেজ তার মামার বাসা থেকে স্বর্ণালংকার চুরি করার পরিকল্পনা করেন এবং পরিকল্পনা বাস্তবায়নের সময় তার মামী ও মামাতো বোনকে হত্যা করেন।

পুলিশ জানায়, পারভেজ দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। এনজিও থেকে নেওয়া ঋণের চাপ ও ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় তিনি চুরির দিকে ঝুঁকেছিলেন। ৯ অক্টোবর বিকেলে তিনি বাজার থেকে একটি ছুরি কিনে আমড়া ও আপেল নিয়ে মামার বাড়িতে যান। এরপর তিনি প্রথমে মামাতো বোন মীমের, পরে মামী জুলেখা বেগমের গলা কেটে হত্যা করেন। হত্যার পর বাসায় থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

ঘটনার এক সপ্তাহ পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পুলিশ সুপারের নেতৃত্বে রামগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির মাধ্যমে পারভেজকে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৬ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া পারভেজের দেওয়া তথ্য অনুযায়ী লক্ষ্মীপুরের দুটি দোকান থেকে আরও ১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এসপি আকতার হোসেন বলেন, পারভেজ একাই পর্যায়ক্রমে তার মামী ও মামাতো বোনকে হত্যা করেছে। তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ৯ অক্টোবর রামগঞ্জ উপজেলার উত্তর চন্ডীপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। হত্যার পর ব্যবসায়ী মিজানুর রহমান তার স্ত্রী ও মেয়ে হত্যা মামলায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top