রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৬

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল নিয়ে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। ‘এমভি জায়ান’ নামের জাহাজটি বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায়, বন্দরের সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ডুবে যায়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি চ্যানেলের কাছে ডুবে থাকলেও আপাতত অন্যান্য জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

বন্দরের সচিব ওমর ফারুক বলেন,

“বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন বল ক্লে (সিরামিক শিল্পের কাঁচামাল) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে এটি ডুবে যায়। জাহাজের সব পণ্য নষ্ট হয়ে গেছে, তবে বন্দর চ্যানেলে চলাচল স্বাভাবিক আছে।”

জাহাজটির মালিক জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু জানান, শুক্রবার রাত ৮টার দিকে স্টিয়ারিং ফেইল করে এবং ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়।

“রাতে জাহাজটি স্থির রাখা হয়। সকালে তীরের দিকে নিয়ে আসার সময় এটি অর্ধেকেরও বেশি ডুবে যায়। সৌভাগ্যক্রমে, জাহাজে থাকা ১৩ নাবিকই নিরাপদ আছেন।”

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি বলেন,

“জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি এসে চরে আটকে তলা ফেটে যায়। ফলে নিচের দিক দিয়ে পানি প্রবেশ করতে থাকে এবং তিনটি হ্যাচ ভরে যায়। কিছু সময় পর জাহাজটির প্রায় ৯০ শতাংশই পানির নিচে তলিয়ে যায়।”

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবন্ত জাহাজটি উদ্ধারে প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top