রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

দেশে এক সপ্তাহে এক কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা প্রদান

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৩:৫৭

সংগৃহীত

সারাদেশে চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে এক সপ্তাহেই এক কোটির বেশি শিশুকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।

‎রোববার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভা শেষে তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করেন।

‎ডা. মো. আবু জাফর বলেন, “এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি মাসব্যাপী জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। এর আওতায় প্রায় ৫ কোটি শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

‎ইতোমধ্যে এক কোটির বেশি শিশু এই টিকা পেয়েছে।”

‎তিনি আরও জানান, “এ পর্যন্ত ২৭৫ জন শিশুর শরীরে টিকা নেওয়ার পর সাধারণ জ্বর ও ব্যথার মতো মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, যা উদ্বেগজনক নয়।”

‎স্বাস্থ্য অধিদফতরের পরিকল্পনা অনুযায়ী, ১২ অক্টোবর শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১৪টি কর্মদিবসে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। এছাড়া, শনিবারসহ অন্যান্য দিনে নিয়মিত টিকাদান কেন্দ্রগুলোতে এবং ৩০ অক্টোবরের পর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই কার্যক্রম চলবে।

‎স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই উদ্যোগকে শিশুস্বাস্থ্যের উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top