রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ক্ষতি কোটি টাকার

লক্ষ্মীপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:০৫

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার স্লুইসগেইট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান ঘর ও মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয়েছে মুদি ব্যবসায়ী বেলালের দোকান থেকে। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বেলালের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে-

  • ৪টি মুদি দোকান: বেলাল, বাবুল, বেলাল হোসেন ও জাকের হোসেনের

  • ২টি ফার্মেসি: আলমগীর হোসেন ও রিপনের

  • ২টি ফার্ণিচার দোকান: বাবুল ও আলী আহমেদের

  • ১টি ওয়ার্কশপ: আকরামের

এছাড়া পল্লী বিদ্যুৎয়ের পাঁচটি মিটার, সঞ্চালন তার ও একটি খুঁটিও আগুনে পুড়ে গেছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন,

“অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করতে প্রকল্প কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী বরাদ্দ পেলে দ্রুত সহায়তা প্রদান করা হবে।”

স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top