১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, রাতযাপন নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৭:৩০

সংগৃহীত

অবশেষে অপেক্ষার পালা শেষ! পর্যটকদের জন্য আবার খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকেই সেখানে যেতে পারবেন পর্যটকরা।

রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এই খবর জানান তিনি। জীববৈচিত্র্য রক্ষা করতে পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে প্রায় ৯ মাস বন্ধ ছিল এই দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ।

তবে পর্যটকরা দ্বীপটিতে রাতযাপন করতে পারবেন কিনা, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিবেশ উপদেষ্টা জানান, এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রিত হয়ে আসছে। দ্বীপটি খোলার খবরে খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top