পিস্তল ঠেকিয়ে ছিনতাই, গৃহবধূ বললেন গহনা ছিল ইমিটেশনের
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৪:০৪

ফরিদপুর শহরে পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে শহরের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে ছিনতাইকারীরা যেসব দুল ছিনিয়েছে, তা স্বর্ণের না হয়ে ইমিটেশন জুয়েলারি ছিল।
ভুক্তভোগী গৃহবধূর নাম মঞ্জু রানী দাস (৩৫)। তিনি স্থানীয় মুদি ব্যবসায়ী বিষু দাসের স্ত্রী। প্রতিদিনের মতো ওইদিন ভোরে তিনি ঘুম থেকে উঠে বাড়ির সামনে তাদের মুদি দোকান ‘মা স্টোর’-এর সামনের সড়ক ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই যুবক এসে তার কানের দুল ছিনিয়ে নেয়।
মঞ্জু রানী দাস বলেন, “আমি রাস্তা ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ মোটরসাইকেলে করে দুই যুবক আসে। একজন আমার কানের দুল টান দেয়, আরেকজন পিস্তল বের করে ভয় দেখায়। বলে চিৎকার করলে গুলি করবে। ভয়ে আমি নিজেই কানের দুল খুলে দিই।”
পুরো ঘটনাটি আশপাশের একটি মুদি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ১০ মিনিটে মোটরসাইকেলে এসে দুই যুবক হামলা চালায়। পেছনের যুবক প্রথমে এক কান থেকে দুল ছিনিয়ে নেয়, এরপর সামনের যুবক পিস্তল তাক করে ভয় দেখায়। পরে মঞ্জু রানী নিজেই অপর কানের দুল খুলে দিয়ে দেন।
স্থানীয়রা জানান, এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গৃহবধূর স্বামী বিষু দাস বলেন, “আমি দেরিতে ঘুম থেকে উঠি। পরে শুনে সিসিটিভি ফুটেজ দেখি। মাত্র দেড় মিনিটেই ঘটনা ঘটে যায়। আমরা থানায় জানাবো।”
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।